Coochbehar : 'আমি মুক্ত !' ফেসবুকে কেন লিখলেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক ?

2022-08-04 102

আমি মুক্ত ! ফেসবুকে লিখলেন কোচবিহারের সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। কিন্তু কেন লিখলেন? তা নিয়ে জল্পনা তুঙ্গে! তাৎপর্যপূর্ণভাবে আজই দলের নেতা-কর্মীদের সোশাল মিডিয়ার ব্যবহার সম্পর্কে সংযত থাকার বার্তা দেন কোচবিহার জেলা তৃণমূলের নতুন সভাপতি। এই বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল বিধায়কের।

Videos similaires