Jalpaiguri : "যাঁদের গ্রহণযোগ্যতা আছে, তাঁদেরই পঞ্চায়েত ভোটে টিকিট", বার্তা জলপাইগুড়ির তৃণমূল সভানেত্রীর

2022-08-04 70

মানুষের কাছে যাঁদের গ্রহণযোগ্যতা আছে, তাঁদেরকেই পঞ্চায়েত ভোটে টিকিট দেওয়া হবে। নিজের লোককে পঞ্চায়েত প্রধান বানিয়ে দাদাগিরি করব, ওটা চলবে না। দলের নেতা-কর্মীদের সতর্ক করে দিলেন জলপাইগুড়ির তৃণমূল সভানেত্রী। একাধিক লবি আছে, জেলা সভানেত্রীর কথা দলের কেউ শোনে না। তৃণমূলকে কটাক্ষ বিজেপির।

Videos similaires