BJP : বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

2022-08-04 86

বেআইনিভাবে এইমসে চাকরি দেওয়ার অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে। বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। ‘কল্যাণী এইমসে মৈত্রী দানা ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পেয়েছেন’। ‘মৈত্রী দানার মাসিক বেতন ‍৩০ হাজার টাকা’। ‘নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিয়েই চাকরি পেয়েছেন’। ‘চাকরি পেয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী’। ‘মৈত্রী দানার নিয়োগে হাত থাকতে পারে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের’,অভিযোগ মামলাকারীর। ‘এছাড়া রাজ্যের কয়েকজন বিজেপি নেতার ঘনিষ্ঠকে চাকরি দেওয়া হয়েছে’। এমনটাই অভিযোগ মামলাকারীর। সোমবার ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা।

Videos similaires