Sukanta Majumder: জেলা ভাগের সিদ্ধান্ত নিয়ে ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা সুকান্ত মজুমদারের। Bangla News

2022-08-04 35

জেলা ভাগের সিদ্ধান্ত নিয়ে ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা সুকান্ত মজুমদারের। মমতাকে লেডি বিন তুঘলক বলে উল্লেখ করলেন রাজ্য বিজেপি সভাপতি। সুকান্ত লিখেছেন, স্থানীয়দের আবেগকে গুরুত্ব না দিয়ে ৭টি নতুন জেলা তৈরি করা লেডি বিন তুঘলকের খামখেয়ালি সিদ্ধান্ত, অত্যাচারী শাসনের উদাহরণ। পশ্চিমবঙ্গ সরকার ঋণের বোঝায় জর্জরিত। এই সিদ্ধান্তের ফলে বোঝা আরও বাড়বে। এর জেরে দুর্নীতির বিকেন্দ্রীকরণের নতুন রাস্তা খুলবে। ট্যুইট বিজেপির রাজ্য সভাপতির।

Videos similaires