North 24 Pargana News: সিভিক ভলান্টিয়ার ও নৈশ রক্ষীদের বেঁধে রেখে সোনার দোকানে ডাকাতির অভিযোগ

2022-08-04 1

উত্তর ২৪ পরগনার অশোকনগরে বেপরোয়া ডাকাতি। পুলিশ সূত্রে খবর, অশোকনগরের শ্রীকৃষ্ণপুর এলাকার নুরপুর বাজারে পরপর ২টি সোনার দোকানে হানা দেয় দুষ্কৃতীরা।  সিভিক ভলান্টিয়ার ও নৈশ রক্ষীদের বেঁধে রেখে লুঠপাট চালানোর অভিযোগ। দুষ্কৃতী দলে ১৫ জন ছিল বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। এই ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুধু লক্ষাধিক টাকার গয়না লুঠই নয়, দুষ্কৃতীরা দোকানের সিসিটিভি-র হার্ড ডিস্ক নিয়ে পালিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।  

Videos similaires