মুখে পড় রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ । Lalon Geeti । La-ilaha-illallah-Lalon

2022-08-03 5

Lyrics - Fakir Lalon Shah.
মুখে পড় রে সদাই
লা ইলাহা ইল্লাল্লাহ।
আইল ভেজিলেন রাসুলুল্লাহ।।
নামের সহিত রূপ
ধিয়ানে রাখিয়া জপো।
বেনিশানায় যদি ডাকো
চিনবে কি রূপ কে আল্লাহ্‌।।
লা ইলাহা নফি সে হয়
ইল্লালাহ সেই দ্বীন দয়াময়।
নফি এজবাত ইহারে কয়
সেইতো এবাদতুল্লাহ।।
লা শরিক জানিয়া তাকে
পড় কালাম দেলে মুখে।
মুক্তি পাবি থাকবি সুখে
দেখবি রে নূর তাজেল্লা।।
বলেছেন সাঁই আল্লাহ্‌ নূরি
এই জেকেরের দরজা ভারি।
সিরাজ সাঁই তাই কয় ফুকারি
শোন রে লালন বেলিল্লাহ।।