ডেথ সার্টিফিকেট লিখে জালে ‘ভুয়ো’ ডাক্তার। নিমতলা শ্মশানে ডেথ সার্টিফিকেট দেখে পুরসভা কর্তৃপক্ষের সন্দেহ। ডেথ সার্টিফিকেট লেখা সল্টলেকের চিকিৎসকের। 'রেজিস্ট্রেশন ভুয়ো', দাবি পুর কর্তৃপক্ষর। অন্যদিকে আতঙ্ক বাড়িয়ে উল্টোডাঙা উড়ালপুলে একাধিক জায়গায় ধরা পড়ল ফাটল। উড়ালপুলের দু’দিকের লেনে একাধিক পিলারে ফাটল ধরা পড়ে। সকালে ঘটনাস্থলে যান KMDA ইঞ্জিনিয়াররা।