#news #banglanews #dr,monisha #সড়ক_দূর্ঘটনা #বরিশাল
সড়কে মৃত্যুর মিছিল থামাতে বরিশালের মহাসড়কে অবিলম্বে ৬ লেনের রাস্তা বাস্তবায়ন ও নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পার্কিং স্ট্যান্ড নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে মাস্টারপ্ল্যান অনুযায়ী বরিশালের সকল খাল সংস্কার,পুনরুদ্ধার ও পুনর্খনন সহ ৩ দফা দাবিতে আগামীকাল সকাল ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে বাসদের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত ।
আমাদের চ্যানেলে মূলত সমস্ত খবর নিয়ে ।
চ্যানেলে বরিশাল এর খবর বেশি প্রচার করা হয় ।
এছাড়া বাংলাদেশ এর সমস্ত খবর পেতেও আমাদের সাতে যুক্ত থাকতে পারেন ।
ধন্যবাদ ।