‘ইয়ে কাম হোতে রহেগা, হম রহে ইয়া না রহে, ইয়ে কাম হোতে রহেগা।’ পরিবহণ দফতর হাতছাড়া হওয়ার আগে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন ফিরহাদ হাকিম। তাঁর দায়িত্ব কমানো হতে পারে বলে বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছিল। তবে এ নিয়ে তৃণমূলের কেউ এতদিন কোনও মন্তব্য করেননি। তাৎপর্যপূর্ণ ভাবে, নতুন মন্ত্রীদের শপথগ্রহণের আগে ফিরহাদ নিজেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তাঁর আমলে পরিবহণ দফতরের কাজের খতিয়ান দিতে গিয়ে একটি অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।