আজ থেকে ঠিক ১ বছর আগে, ৩ অগাস্ট ২০২১ সালে বিজেপি ত্যাগ করেছিলেন বাবুল সুপ্রিয়। আর ঠিক ১ বছর পর, আজ পেলেন তৃণমূলের মন্ত্রিত্ব। স্ত্রী, কন্যা সমেত সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন? 'এই এক বছর আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমার চলার পথে ভুল থাকতে পারে কিন্তু আগেও ২০১৪ থেকে আমি সর্বস্ব দিয়ে কাজ করেছিলাম। কিন্তু এই ১ বছর একটা বৃত্ত পূর্ণ করল। পোয়েটিক জাস্টিস দিদির হাত ধরেই এল। আমি তো রাজনীতি ছেড়েই দিয়েছিলাম। দিদি ধীরে ধীরে ধাপে ধাপে সাহস জুগিয়েছেন।'