ঝাড়খণ্ডের বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় আটক ব্যবসায়ী। সিআইডি-র হাতে আটক ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল। ইএম বাইপাসে বাড়ির সামনে তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়ায় ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএমে। গতকাল লালবাজারের উল্টোদিকে মহেন্দ্রর শেয়ার ট্রেডিং সংস্থার অফিসে যায় সিআইডি। এখান থেকেই ৪৯ লক্ষ টাকা ঝাড়খণ্ডের বিধায়কদের কাছে পৌঁছে দেওয়া হয়, দাবি সিআইডি-র।