Ayman al-Zawahiri এর মৃত্যু ঘিরে বিশ্ব জুড়ে চূড়ান্ত সতর্কতা
2022-08-24
3
আল কায়দা প্রধান আয়মান-আল-জওয়াহিরির মৃত্যুর পর প্রায় গোটা বিশ্ব জুড়ে সতর্কতা জারি করা হল আমেরিকার তরফে। আল কায়দা প্রধান জওয়াহিরির মৃত্যুর পর জঙ্গিরা যে কোনও সময় যে কোনও জায়গায় হামলা চালাতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।