ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০২.০৮.২০২২) পর্ব ২: 'কেউ জানতেন না, এটা ভাবা খুব শক্ত', নিজের অভিজ্ঞতার কথা শোনালেন চিত্তরঞ্জন

2022-08-03 560

পার্থ-অর্পিতার লুকনো সম্পত্তির খোঁজে ইডি-তল্লাশি। তৃণমূল কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ। টালিগঞ্জ, বেলঘরিয়ার পর পণ্ডিতিয়া, লেক ভিউ রোডেও সম্পত্তির হদিশ।নিয়োগকাণ্ডে অমিত শাহকে ১০০ তৃণমূল নেতার নাম দিয়েছি, দাবি শুভেন্দুর। ১২০০ কোটির দুর্নীতি। ফের বিস্ফোরক এসএসসি-র প্রথম চেয়ারম্যান।আমার অনুপস্থিতিতে ফ্ল্যাটে টাকা রাখা হয়। দাবি অর্পিতার ৫০ কোটির দায় কার্যত ঠেললেন পার্থর। জোকায় পার্থকে লক্ষ্য করে জুতো ছুড়লেন মহিলা।কেউ জানতেন না, এটা ভাবা খুব শক্ত', নিজের অভিজ্ঞতার কথা শোনালেন তৃণমূলের জমানায় এসএসসির প্রথম চেয়ারম্য়ান।

Videos similaires