Medinipur : ফুটপাত দখল করে INTTUC-র অফিস তৈরি হচ্ছে মেদিনীপুর শহরে !
2022-08-02 26
যুব তৃণমূলের কার্যালয়ের পর এবার মেদিনীপুর শহরে ফুটপাত দখল করে তৈরি হচ্ছে তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস। সাংবাদিকদের এত আগ্রহ কেন? সরকারি জমিতে পার্টি অফিস নিয়ে প্রশ্ন করতেই পাল্টা প্রশ্ন শাসকনেতার। আর এই ঘটনায় শুরু হয়েছে তরজা।