Calcutta High Court : পাঁশকুড়ায় জমি জবরদখল মামলা, পূর্ব মেদিনীপুরের এসপিকে হাজিরার নির্দেশ হাইকোর্টের

2022-08-02 1

পাঁশকুড়ায় জমি জবরদখল মামলা, হাইকোর্টে ভর্ত্‍‍সিত রাজ্য পুলিশ। ১০ অগাস্ট পূর্ব মেদিনীপুরের এসপিকে সশরীরে হাজিরার নির্দেশ । ‘রাজ্যের পুলিশ না পারলে, আধা সেনা-কেন্দ্রীয় বাহিনী নামাব’। ‘হাইকোর্টের নির্দেশে কার্যকর হতে বাধা দিচ্ছেন প্রভাবশালী রাজনীতিকরা’। ‘মহিলা-শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করছেন প্রভাবশালী রাজনীতিকরা’। ‘জমায়েত দেখে পুলিশ পালিয়ে আসছে, আদালত বিস্মিত-স্তম্ভিত’। পূর্ব মেদিনীপুরের এসপিকে হাজিরার নির্দেশ দিয়ে মন্তব্য বিচারপতির। জমি দখল করে আইএনটিটিইউসির কার্যালয় তৈরির অভিযোগে মামলা। তমলুকে কোলাঘাট-মেদিনীপুর রাস্তার পাশে জমি জবরদখলের অভিযোগ। হাইকোর্টের নির্দেশে পুলিশের সঙ্গে পূর্ত দফতর গিয়েও পিছু হটায় মামলা।

Videos similaires