লালবাজারের কাছে বিকানের বিল্ডিং থেকেই ঝাড়খণ্ডের বিধায়কদের কাছে টাকা! ঝাড়খণ্ডকাণ্ডের সূত্র ধরে লালবাজারের কাছে আরও লক্ষ লক্ষ টাকার হদিস। শেয়ার ট্রেডিংয়ের আড়ালে হাওয়ালা যোগ সন্দেহে সিআইডি তল্লাশি! ‘বিকানের বিল্ডিং থেকেই ঝাড়খণ্ডের বিধায়কদের কাছে টাকা গিয়েছিল’। ৪৯ লক্ষ টাকা উদ্ধারের সূত্র ধরে লালবাজারের কাছে সিআইডি তল্লাশি: সূত্র। সিআইডি অভিযানের আগেই পলাতক ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল। দরজা ভেঙে অভিযুক্ত ব্যবসায়ীর অফিসের ভিতরে ঢুকল সিআইডি।