Ayman al-Zawahiri: কুখ্যাত আল কায়দা জঙ্গিকে খতম করল আমেরিকা

2022-08-24 3

আল কায়দা প্রধান আয়মান-আল-জওয়াহিরির মৃত্যু নিয়ে তোলপাড় গোটা বিশ্ব। জওয়াহিরির মৃত্যু কীভাবে, তা নিয়ে খোঁজ শুরু হতেই একটি তথ্য প্রকাশ্যে আসে। রিপোর্টে প্রকাশ, আয়মান-আল-জওয়াহিরির কাবুলের বাড়িতে পরপর দুটি মিসাইল আছড়ে পড়ে। মার্কিন মিসাইলের হামলার জেরেই জওয়াহিরি নিহত বলে খবর মেলে।