SSC Scam Update: পার্থ-অর্পিতার নিরাপত্তায় বাড়তি নজর ইডি-র। কনভয়ে রয়েছে ৬টি গাড়ি। Bangla News

2022-08-02 186

আদালতের নির্দেশে ৪৮ ঘণ্টা পর, আজ ফের জোকা ESI হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিক্যাল টেস্ট করা হয়েছে। পার্থ-অর্পিতার নিরাপত্তায় বাড়তি নজর ইডি-র। কনভয়ে রয়েছে ৬টি গাড়ি। পার্থ-অর্পিতার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর ৮৬ জন জওয়ান।

Videos similaires