Datan Bombing: পশ্চিম মেদিনীপুরের দাঁতনের পুন্দড়া গ্রামে বোমা বিস্ফোরণ।তৃণমূল সমর্থকের বাড়ির সেপটিক ট্যাংকে বোমা ছিল বলে অভিযোগ। Bangla News

2022-08-02 28

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের পুন্দড়া গ্রামে বোমা বিস্ফোরণ।তৃণমূল সমর্থকের বাড়ির সেপটিক ট্যাংকে বোমা ছিল বলে অভিযোগ। বিস্ফোরণের শব্দে  আশেপাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দাঁতন থানার পুলিশবাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই বলে তৃণমূলের তরফে দাবি। পঞ্চায়েত নির্বাচনের আগে ভয় দেখাতে তৃণমূল বোমা মজুত করেছে বলে দাবি বিজেপি। আজ ধৃত ব্যক্তিকে দাঁতন আদালতে তোলা হবে।

Videos similaires