Jharkhand: JMM-কংগ্রেস জোট সরকার ফেলতেই টাকা নিয়েছিলেন ধৃত বিধায়করা, দাবি CID সূত্রে

2022-08-02 16

JMM-কংগ্রেস জোট সরকার ফেলতেই টাকা নিয়েছিলেন, হাওড়ায় ধৃত ঝাড়খণ্ডের ধৃত তিন কংগ্রেস বিধায়ক। CID সূত্রে এমনই দাবি করা হয়েছে। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছেন ধৃত তিন কংগ্রেস বিধায়ক। তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।

Videos similaires