Job Scam: টাকা নিয়ে চাকরি বিক্রির অভিযোগ পূর্ব মেদিনীপুরের নিহত তৃণমূল নেতার বিরুদ্ধে

2022-08-02 265

টাকা নিয়ে চাকরি বিক্রির অভিযোগ উঠল, পূর্ব মেদিনীপুরের খুন হওয়া তৃণমূল নেতা নান্টু প্রধানের বিরুদ্ধেও! অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার কথা বলে, অনেকের থেকে টাকা নিয়েছিলেন তিনি। এখন চাপের মুখে সেই টাকা ফেরাচ্ছেন বলে দাবি করেছেন নিহত তৃণমূল নেতার বাবা। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Videos similaires