West Bengal: ২৩ থেকে ৭ বাড়ল, রাজ্যের জেলার সংখ্যা হচ্ছে ৩০

2022-08-02 91

২৩ থেকে ৭ বাড়ল। রাজ্যের জেলার সংখ্যা হচ্ছে ৩০।  মুখ্যমন্ত্রী নতুন আরও ৭টি জেলা গঠনের সিদ্ধান্তের কথা জানান। যদিও নতুন জেলার প্রশাসন চালানোর বাড়তি টাকা কোথা থেকে আসবে, সেই প্রশ্ন তুলেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 

Videos similaires