Ananda Live: কল্যাণী এইমস নিয়োগ 'দুর্নীতি' নিয়ে জিজ্ঞাসাবাদ করতে বিজেপি বিধায়ককে ভবানীভবনে তলব

2022-08-01 19

কল্যাণী এইমসে বিজেপি বিধায়কের সুপারিশেই মেয়ের চাকরি, জানিয়েছে নিয়োগকারী সংস্থা, দাবি সিআইডির। বাড়িতে গিয়ে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে জিজ্ঞাসাবাদ করল রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা। বেলঘরিয়ার অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে ফের গেল ইডি। আবাসনের ‍সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল ইডি। বেলঘরিয়ায় ইডির তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ২৮ কোটি টাকা। ইডির তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ৬ কেজি সোনা। বেলঘরিয়ার সেই আবাসনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল ইডি। কারা আসা যাওয়া করত অর্পিতার ফ্লাটে ? তথ্য পেতে চায় ইডি, দেখুন আরও খবর আনন্দ লাইভে

Videos similaires