প্রভাস অতীত! বিজয় জ্বরে কাবু দেশ

2022-08-01 0

একটা সময় ছিল মনে আছে? বাহুবলী প্রভাসের নামে কাবু ছিল গোটা দেশ? এবার সেই জায়গা নিতে চলেছেন দক্ষিণের আরও এক তারকা বিজয় দেবেরাকোন্ডা। অনন্যা পান্ডের সঙ্গে জুটি বেঁধে আসতে চলেছেন লাইগার ছবিতে। সকাল বিকেল চলছে তারই প্রমোশন। দর্শকদের মন কীভাবে জিততে হয় বিলক্ষণ জানেন বিজয়। আর অনন্যার সঙ্গে তাঁর কেমিস্ট্রি? আমরা কী বলি বলুন তো!