Kalyani AIIMS Job Issue Update: ‘নীলাদ্রিশেখর দানার মেয়ে বলেছিলেন বাবা কোনওদিন কল্যাণী এইমসে যাননি’, দাবি সিআইডির

2022-08-01 65

কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতিতে বাঁকুড়ার বিজেপি বিধায়কের মেয়েকে জিজ্ঞাসাবাদ।  বাঁকুড়ায় বিজেপি বিধায়কের মেয়ে মৈত্রী দানাকে জিজ্ঞাসাবাদ সিআইডির। নীলাদ্রিশেখর দানার মেয়েকে প্রথমবার জিজ্ঞাসাবাদের তথ্যর ওপর ভিত্তি করে তদন্ত। ‘নীলাদ্রিশেখর দানার মেয়ে বলেছিলেন বাবা কোনওদিন কল্যাণী এইমসে যাননি’, সিআইডি সূত্রে এমনটাই দাবি। ‘বাঁকুড়ার বিজেপি বিধায়কের মেয়ের বক্তব্যের সঙ্গে তথ্যের কোনও মিল নেই’ সিআইডি সূত্রে এমনটাই দাবি। ‘তদন্তে অসহযোগিতা করছেন মৈত্রী দানা’, সিআইডি সূত্রে খবর। ‘বিজেপি বিধায়কের মেয়ে নম্বর পেয়েছিল ২০, শেষের  দিকে নাম ছিল’, ‘কল্যাণী এইমসে উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে দেখা করেন নীলাদ্রিশেখর দানা’, ‘মেয়েকে চাকরি দেওয়ার আবেদন জানান বিজেপি বিধায়ক’, সিআইডি সূত্রে খবর। ‘কল্যাণী এইমস থেকে নামের তালিকা পাঠানো হয়েছিল’, ‘কল্যাণী এইমসের সুপারিশ অনুযায়ী চাকরি দেওয়া হয়েছিল’ সিআইডিকে চিঠি দিয়ে জানাল বেসরকারি সংস্থা। ‘অনেকে পরীক্ষাতেও বসেনি’, উঠে এসেছে তদন্তে, দাবি সিআইডির, নীলাদ্রিশেখর দানার প্রতিক্রিয়া মেলেনি।

Videos similaires