Monkeypox-এ প্রথম মৃত্যু ভারতে, কেরলে আতঙ্ক
2022-08-24
0
সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফেরার পর হঠাৎ মাঙ্কিপক্সের সংক্রমণ দেখা দেয় এক ব্যক্তির শরীরে। সংযুক্ত আরব আমিরশাহি থেকে কেরলের থ্রিশুরে ফেরার পরপরই মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দেওয়ায়, গত ২৭ জুলাই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।