Anubrata Update: 'লালবাতি খুলে, অনুব্রতকে ৫০০ টাকা জরিমানাতেই রাজ্যের দায়িত্ব শেষ?' প্রশ্ন বিচারপতির

2022-08-01 402

অনুব্রতর গাড়িতে লালবাতি লাগানো ও ব্যবহার নিয়ে বিরক্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ‘৫০০ টাকা জরিমানাতেই দায় শেষ ? অনুব্রতর গাড়ি থেকে লালবাতি খুলে নিয়ে ৫০০ টাকা জরিমানাতেই রাজ্যের দায়িত্ব শেষ ? প্রশ্ন হাইকোর্টের প্রধান বিচারপতির। ‘একজন জেলা সভাপতি কি লালবাতি ব্যবহার করতে পারেন? রাজ্য কি পদক্ষেপ করেছে তাঁর বিরুদ্ধে? ট্রাফিক আইন লঙ্ঘন করলেও কেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপ করল না রাজ্য? ‘রাজ্যের রিপোর্ট সন্তোষজনক নয়’, মন্তব্য প্রধান বিচারপতির।

Videos similaires