অবাধে পতন। হু হু করে আকাশ ছোঁওয়া একটা প্ল্যাটফর্ম থেকে শরীরটা নেমে এল নীচে বয়ে চলা খরস্রোতা পাথুরে নদীর দিকে। তবে নদী ছোঁওয়ার আগেই দড়ির টানে পতন থামল। রোমহর্ষক এই অ্যাডভেঞ্চার স্পোর্টসের নামই বাঞ্জি জাম্পিং। আর এই ভয়ঙ্কর-সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। নেপালের পোখরায় বাঞ্জি জাম্পিং করলেন তিনি।