পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যর নাম করে প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কথা মানলেও অভিযুক্ত দেবপ্রসাদ সেনীর দাবি, প্রতিশ্রুতি রাখতে না পারায় বেশ কয়েকজনকে টাকা ফেরতও দিয়েছেন। অভিযোগ, প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে একেকজনের কাছ থেকে ৫-১৫ লক্ষ টাকা নেওয়া হয়েছে। তৃণমূলের মদতে রাজ্যজুড়ে চাকরি বিক্রির রমরমা, খোঁচা বিজেপির। পাঁচলায় টাকা উদ্ধারের প্রসঙ্গ টেনে পাল্টা গেরুয়া শিবিরকে নিশানা শাসকদলের।