ইডি-র গ্রেফতারির পর এবার সঞ্জয় রাউতের বিরুদ্ধে মুম্বই পুলিশের এফআইআর। হুমকি দেওয়ার অভিযোগে ভাকোলা থানায় এফআইআর দায়ের।জমি-দুর্নীতি মামলার সাক্ষী স্বপ্না পাটকারকে হুমকির অভিযোগ। হুমকির অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরই এফআইআর দায়ের।জমি-দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সঞ্জয় রাউতকে গ্রেফতার করেছে ইডি। ‘সঞ্জয়কে গ্রেফতার করে উদ্ধবকে চাপে ফেলতে ষড়যন্ত্র করছে বিজেপি’, অভিযোগ সঞ্জয় রাউতের ভাই সুনীল রাউতের। ‘বিজেপির ষড়যন্ত্রের সামনে মাথানত করেননি, এটাই সঞ্জয়ের একমাত্র দোষ’, ‘আমরা সঞ্জয় রাউতের পাশে আছি’, ট্যুইট লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর। সঞ্জয় রাউতের গ্রেফতারির নেপথ্যে ইডি-র হাত নেই, পাল্টা বিজেপি।