বার্মিংহাম কমনওয়েলথ গেমসে দেশকে তৃতীয় সোনা এনে দিলেন এক বাঙালি। ভারোত্তোলনে পুরুষদের ৭৩ কেজি বিভাগে সোনা জিতলেন হাওড়ার পাঁচলার দেউলপুরের অচিন্ত্য শিউলি। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ৩১৩ কেজি ওজন তুলে কমনওয়েলথের মঞ্চে বাজিমাত করেন অচিন্ত্য। স্ন্যাচ ও মোট ওজন তোলার নিরিখে নতুন গেমস রেকর্ড গড়লেন বাঙালি তরুণ। মীরাবাই চানু, জেরেমির পর বঙ্গসন্তানের হাত ধরে ভারতের ঝুলিতে এল তৃতীয় সোনা। সেইসঙ্গে এই নিয়ে ভারতের ষষ্ঠ পদকপ্রাপ্তি। প্রতিটি পদকই ভারোত্তোলন বিভাগে। অচিন্ত্যকে অভিনন্দন রাষ্ট্রপতির। ‘ কমনওয়েলথে যাওয়ার আগে আমি অচিন্ত্যর সঙ্গে কথা বলেছিলাম। আমরা আলোচনা করেছিলাম কীভাবে তাঁর মা ও ভাই তাঁর পাশে দাঁড়িয়েছেন।’ অভিনন্দন জানিয়ে ট্যুইট প্রধানমন্ত্রীর। অচিন্ত্যকে অভিনন্দন জানিয়েছেন জেপি নাড্ডাও।