৫০ লক্ষ টাকা সহ গ্রেফতার রাঁচির আইনজীবী। কলকাতার শপিং মল থেকে ৫০ লক্ষ টাকা সহ গ্রেফতার আইনজীবী। ধৃত আইনজীবীর নাম রাজীব কুমার। সূত্রের খবর, রাঁচি হাইকোর্টে কলকাতার এক ব্যবসায়ীর বিরুদ্ধে জনস্বার্থ মামলা। মামলা প্রত্যাহারের জন্য ১০ কোটি টাকা দাবি আইনজীবীর। শেষে ১ কোটি টাকায় ব্যবসায়ীর সঙ্গে রফা আইনজীবীর। সেই রফার কিস্তি বাবদ ৫০ লক্ষ টাকা নিতে এসে হাতেনাতে পাকড়াও আইনজীবী। কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তল্লাশির হুমকিও দিত আইনজীবী রাজীব কুমার, অভিযোগ ব্যবসায়ীর।