Commonwealth Games 2022: বার্মিংহাম কমনওয়েলথ গেমসে উজ্জ্বল ভারতের পারফরম্যান্স

2022-07-31 42

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে উজ্জ্বল ভারতের পারফরম্যান্স। ভারোত্তোলনে ৬৭ কেজি বিভাগে দেশকে দ্বিতীয় সোনা এনে দিলেন জেরেমি লালরিননুঙ্গা। কমনওয়েলথ গেমসে মহিলা ক্রিকেটে পাকিস্তানকে হারাল ভারত। পাকিস্তানের মহিলা ক্রিকেট দলকে ৮ উইকেটে হারাল ভারত। প্রথমে ব্যাট করে ১৮ ওভারে ৯৯ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। ব্যাট করতে নেমে ২ উইকেট খুইয়ে ১২ ওভারেই রান তুলে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল। ৩১ বলে ৫০ রানে করেন স্মৃতি মান্ধানা।

Videos similaires