SSC দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্কিত ব্যাঙ্ক অ্যাকাউন্টেও এবার ৮ কোটি টাকার হদিশ। ইডি সূত্রে দাবি, দু’জনের ফ্রিজ করা অ্যাকাউন্টগুলিতে এই বিপুল পরিমাণ টাকার হদিশ মিলেছে। এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে কীভাবে এবং কোথায় কোথায় লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর ইডি সূত্রে।