SSC Jobs: কুণাল- এসএলএসটি চাকরিপ্রার্থী সাক্ষাৎ, কী কথা হল? Bangla News

2022-07-31 67

এসএসসি-র এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ কুণাল ঘোষের। এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের বাড়িতে যান আন্দোলনকারীদের জনা দশেক প্রতিনিধি। কুণাল ঘোষের দাবি, আদালতের নির্দেশে এই মুহূর্তে বিকাশ ভবনে এসএসসি-র সার্ভার রুমে ঢোকার অধিকার নেই। আইনি জটিলতা মিটে গেলে সমস্যার সমাধান হবে। মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে বিক্ষোভ অবস্থান করছেন এসএসসি-র এসএলএসটি চাকরিপ্রার্থীরা। 

Videos similaires