Shardha Scam : আজ প্রেসিডেন্সি জেলে সারদা কর্তা সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ

2022-07-31 108

কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল উধাও হওয়ার অভিযোগেপ্রেসিডেন্সি জেলে সারদা কর্তা সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। এদিন বেলা পৌনে ১২টা নাগাদ জেলে পৌঁছয় পুলিশের ৫ জনের দলটি। অভিযোগ ওঠে,  শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী যখন কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন, সেইসময় কাঁথি পুর-এলাকায় নির্মাণকাজের অনুমতি পেতে মোটা অঙ্কের টাকা দেন সুদীপ্ত সেন। সম্প্রতি কাঁথি পুরসভা থেকে সারদা সংক্রান্ত সেই ফাইল উধাও হয়ে গিয়েছে বলে কাঁথি থানায় অভিযোগ জানান পুরসভার চেয়ারম্যান। তার প্রেক্ষিতেই সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ পুলিশের। খবর সূত্রের।

Videos similaires