গোলাপ-মিষ্টি নিয়ে ইডি দফতরে কংগ্রেস

2022-07-31 0

দিল্লীতে সোনিয়া -রাহুলকে ইডির তলবে দেশ জুড়ে বিক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস নেতৃত্ব।দফায় দফায় চলে বিক্ষোভ আন্দোলন।কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সোচ্চার হয় কংগ্রেস নেতৃত্ব।বাংলায় এই কংগ্রেসেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারীতে খুশি হয়ে ইডি কর্তাদের মিষ্টিমুখ করানোর অভিনব কর্মসূচি নিল।

Videos similaires