তেঘরিয়া ও খিদিরপুর এলাকা থেকে ১০ কোটিরও বেশি টাকার মাদক উদ্ধার করল শুল্ক দফতর। আটক দুই মাদক পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল প্রথমে তেঘরিয়া এলাকায় অভিযান চালায় শুল্ক দফতর। উদ্ধার হয় ৯৯৫ গ্রাম হেরোইন। এক পাচারকারীকে আটক করা হয়। তাকে সঙ্গে নিয়েই খিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হয় আরও ১ হাজার ৬২৭ গ্রাম হেরোইন। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য আনুমানিক ১০ কোটি ৪ লক্ষ টাকা। কোথা থেকে এই বিপুল পরিমাণ মাদক আনা হয়েছিল, কোথায় পাচারের ছক ছিল, খতিয়ে দেখছে শুল্ক দফতর।