টাকা উদ্ধারের পর ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ককে রাতভর জিজ্ঞাসাবাদ। হাওড়া গ্রামীণ পুলিশ ও সিআইডি-র একযোগে জিজ্ঞাসাবাদ। আয়কর দফতরের তরফেও করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। টাকার উৎস নিয়ে এখনও মুখ খোলেননি ৩ কংগ্রেস বিধায়ক, দাবি পুলিশ সূত্রের। ‘মক্কেলদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না’, দাবি ৩ বিধায়কের আইনজীবীর। ‘প্রতিবছরই আদিবাসী উৎসবের শাড়ি কিনতে বড়বাজারে আসেন বিধায়ক। নথি রয়েছে আয়কর দফতরের, ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে।’, দাবি জামতাড়ার কংগ্রেস বিধায়কের পরিবারের।