Sanjay Raut: সঞ্জয় রাউতকে ইডির জিজ্ঞাসাবাদ, বাড়ির বাইরে অনুগামীদের বিক্ষোভ। Bangla News

2022-07-31 35

সাতসকালে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের বাড়িতে ইডি-র হানা। সঞ্জয় রাউতের বাড়িতে তল্লাশি, জিজ্ঞাসাবাদ ইডি-র। জমি-দুর্নীতির অভিযোগে উদ্ধব-ঘনিষ্ঠ সঞ্জয় রাউতকে জিজ্ঞাসাবাদ। একই অভিযোগে আগেও সঞ্জয়কে তলব করে জিজ্ঞাসাবাদ করে ইডি। ১ জুলাই সঞ্জয় রাউতকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। বাড়ির বাইরে ইডি-র তল্লাশির বিরুদ্ধে সঞ্জয়ের অনুগামীদের প্রতিবাদ। সঞ্জয়ের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ ইডি-র‘তবু ছাড়ব না শিবসেনা মহারাষ্ট্র ও শিবসেনা লড়াই জারি রাখবে’, ইডি-র জিজ্ঞাসাবাদের মধ্যেই ট্যুইট সঞ্জয় রাউতের।

Videos similaires