ঝাড়খণ্ডের বিধায়কের গাড়িতে ৪৯ লক্ষ টাকার হদিশ। এত টাকার উৎস কী? তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের দাবি এটা বিজেপির টাকা। ঝাড়খন্ডের সরকার ফেলার চক্রান্তের জন্য এই টাকার ব্যবহার হয়েছে বলে দাবি দেবাংশুর। মহারষ্ট্রের মতো ঝাড়খন্ডেও সরকার ফেলার ছক বিজেপির, অভিযোগ দেবাংশুর। পাল্টা কটাক্ষ বিজেপির।