Howrah : হাওড়ায় উদ্ধার বিপুল পরিমাণ টাকার নথি দেখাতে পারেননি অভিযুক্তরা, দাবি পুলিশের

2022-07-30 372

এবার হাওড়ায় ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়িতে বান্ডিল বান্ডিল টাকা! পাঁচলা-রানিহাটি মোড়ে কংগ্রেস বিধায়কের বোর্ড লাগানো গাড়ি আটকাতেই নোটের বান্ডিল! গাড়িতে ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক, ডিকিতে রাশি রাশি টাকা! ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়কের গাড়িতে বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট! ‘কংগ্রেস বিধায়ক রাজেশ কচ্ছপ, নমন বিক্সল কোঙারি এবং ইরফান আনসারিকে জিজ্ঞাসাবাদ’। রাজেশ কচ্ছপ ঝাড়খণ্ডের খিজরি, নমন বিক্সল কোঙারি কোলেবিড়ার বিধায়ক । গাড়িতে লাগানো জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির নামে বোর্ড। কোথা থেকে কোথায় টাকা নিয়ে যাওয়া হচ্ছিল? জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।বিপুল পরিমাণ টাকার কোনও নথি দেখাতে পারেননি অভিযুক্তরা, দাবি পুলিশের।

Videos similaires