Kunal Ghosh : "কার টাকা বলতে পারবেন অধীর", হাওড়ার ঘটনায় তোপ কুণালের

2022-07-30 565

এবার হাওড়ায় ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়িতে বান্ডিল বান্ডিল টাকা! পাঁচলা-রানিহাটি মোড়ে কংগ্রেস বিধায়কের বোর্ড লাগানো গাড়ি আটকাতেই নোটের বান্ডিল! গাড়িতে ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক, ডিকিতে রাশি রাশি টাকা! ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়কের গাড়িতে বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট! আটক ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক, টাকা গোনার জন্য আনা হল মেশিন। ‘আটক ৩ কংগ্রেস বিধায়ক রাজেশ কচ্ছপ, নমন বিক্সল কোঙারি এবং ইরফান আনসারি’। রাজেশ কচ্ছপ ঝাড়খণ্ডের খিজরি, নমন বিক্সল কোঙারি কোলেবিড়ার বিধায়ক । গাড়িতে লাগানো জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির নামে বোর্ড। কোথা থেকে কোথায় টাকা নিয়ে যাওয়া হচ্ছিল? জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিপুল পরিমাণ টাকার কোনও নথি দেখাতে পারেননি অভিযুক্তরা, দাবি পুলিশের।

Videos similaires