KMDA : অর্পিতার 'ইচ্ছে' বাড়ি নিয়ে তদন্তের নির্দেশ KMDA-এর চেয়ারম্যান ফিরহাদের

2022-07-30 85

অর্পিতা মুখোপাধ্যায়ের কসবার ইচ্ছে বাড়ি নিয়ে তদন্তের নির্দেশ দিলেন KMDA-এর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। পুরসভার নথি অনুযায়ী, KMDA-র এই জমিতে ৯৫ নম্বর রাজডাঙা মেন রোডের ঠিকানায় ১০, ১১ ও ১২, এই ৩টি প্লট রয়েছে। এর মধ্যে ১১ নম্বর প্লটে তৈরি হয়েছে ইচ্ছে বাড়ি। অভিযোগ, এই বাড়ির দু’দিকে ১০ ও ১২ নম্বর প্লট পুরসভার রেকর্ডে ফাঁকা জমি হিসেবে নথিভুক্ত থাকলেও ওই দুটি প্লটে বাড়ি তৈরি করা হয়েছে। ইচ্ছে বাড়িকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হলেও, সাধারণ বাড়ি হিসেবেই পুরসভাকে কর দেওয়া হয়েছে বলে অভিযোগ। ফলে এবার অর্পিতার বিরুদ্ধে বাড়ির কর ফাঁকি ও অবৈধ নির্মাণের অভিযোগও উঠল। 

Videos similaires