ডাউন জম্মু তাওয়াই কলকাতা ট্রেনের মধ্যে এক কন্যা সন্তানের জন্ম দিলেন উষা যাদব নামে এক মহিলা!খবর পাওয়া মাত্র রেল কর্মীদের তৎপরতায় আসানসোল স্টেশনে মা ও সদ্যোজাত শিশুকন্যাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় হাসপাতাল সূত্রে জানা গেছে ইউপি'র বাসিন্দা উষা যাদব দুর্গাপুরে বাড়িতে ফিরছিলেন!এবং চলতি ট্রেনের মধ্যে প্রসবযন্ত্রনা শুরু হয় এবং ট্রেনের মধ্যেই কন্যাসন্তানের জন্মদেন উষাযাদব নামে ঐ রেল যাত্রী!