টালিগঞ্জে অর্পিতার ফ্ল্যাটে ফের ইডির তল্লাশি। কারা কারা আসত অর্পিতার ডায়মন্ড সিটি সাউথের আবাসনে? কীভাবে, কার মাধ্যমে অর্পিতার ফ্ল্যাটে জমেছিল টাকার পাহাড়? কোথায় গেল উধাও হওয়া একের পর এক বিলাসবহুল গাড়ি? আবাসনের সিসি ফুটেজ, রেজিস্ট্রারের সূত্র ধরে ফের অভিযানে ইডি।