Adhir Chowdhury : "দিদির জ্ঞাতসারে সবকিছু হয়েছে", পার্থ-কাণ্ডে সুর চড়ালেন অধীর

2022-07-30 68

"দিদি আপ্রাণ চেষ্টা করেছিলেন চোরকে বাঁচাতে। কিন্তু, দলের মধ্যে চোরকে বাঁচাতে পারেননি। আপনার উপর চাপ তৈরি হয়েছে। কারণ, দলে আর একটা যে চোরেদের সংগঠন আছে, যার নেতা আপনার ভাইপো, তারা চাপ দিচ্ছিল। সবাই চোর, দিদির জ্ঞাতসারে সবকিছু হয়েছে।" পার্থ-কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ গোটা দলকে তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। 

Videos similaires