নিমতলায় মহর্ষি দেবেন্দ্র রোডে কাঠের গুদামে বিধ্বংসী আগুন। সকাল ১০টা নাগাদ আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুনের গ্রাসে চলে যায় পরপর কয়েকটি গুদাম। দমকলের ৬টি ইঞ্জিন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলে মাইকে সতর্ক করে জোড়াবাগান থানার পুলিশ। ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল বিধায়ক শশী পাঁজা। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে দমকলের প্রাথমিক অনুমান।