Fire: নিমতলায় মহর্ষি দেবেন্দ্র রোডে কাঠের গুদামে বিধ্বংসী আগুন

2022-07-30 52

নিমতলায় মহর্ষি দেবেন্দ্র রোডে কাঠের গুদামে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা এবং আশপাশে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলে মাইকে সতর্ক করে জোড়াবাগান থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, সকাল ১০টা নাগাদ একটি কাঠের গুদামে আগুন লাগে। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় আশপাশের আরও কয়েকটি গুদাম কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল বিধায়ক শশী পাঁজা। এলাকায় বহু শ্রমিক থাকেন। রান্না করার সময় আগুন লাগতে পারে বলে বিধায়কের আশঙ্কা। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে দমকল। 

Videos similaires