8 AM Show (1): অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটের পাশাপাশি এবার ইডি-র নজরে একাধিক জমি

2022-07-30 34

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাটের পাশাপাশি, এবার ইডি-র নজরে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে থাকা একাধিক জমি। ইডি সূত্রে দাবি, পার্থ- অর্পিতাকে জেরা-পর্বে কলকাতা ও শহরতলিতে একাধিক ফ্ল্যাটের পাশাপাশি মিলেছে বেশ কিছু জমির প্লট সংক্রান্ত তথ্য। এর মধ্যে কিছু জমি অর্পিতা ও তাঁর আত্মীয়দের নামে এবং রিয়েল এস্টেট সংস্থার নামেও বেশ কিছু জমি কেনা হয়েছিল বলে ইডি সূত্রে খবর। এছাড়াও, তদন্তকারীদের নজরে অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সোনার বার। ইডি সূত্রে দাবি, কালো টাকা সাদা করতেই সোনার বারগুলি নগদে কেনা হয়েছিল। কে বা কারা সেগুলি কিনেছিলেন, তা জানার চেষ্টা চলছে। বেশ কিছু সোনার বার পাচারও হয়েছে বলে মনে করছেন তদন্তকারী। পাশাপাশি, খতিয়ে দেখা হচ্ছে অর্পিতার মোবাইল ফোনের কল ডিটেলস। খবর ইডি সূত্রে। 

Videos similaires